বিশ্বজুড়ে করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। এই ভাইরাসে আক্রান্ত গত ২৪ ঘণ্টায় (সোমবার) বিশ্বের বিভিন্ন দেশে মৃত্যু হয়েছে আরও ৬ হাজার মানুষের। এই সময়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ লাখ ২০ হাজারের বেশি।
এদিন সর্বোচ্চ সাড়ে ৯শ’ মানুষের মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে মোট প্রাণহানি ২ লাখ ৮০ হাজারের কাছাকাছি। দ্বিতীয় সর্বোচ্চ সাড়ে ৭শ’ মানুষের মারা গেছেন যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৩ হাজার। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি সাড়ে ৫ লাখের কাছাকাছি।
এদিকে, রাশিয়া-ফ্রান্স ও ইতালিতে এ দিন মারা গেছেন ৪শ’ করে মানুষ। ভারতেও বাড়ছে সংক্রমণ।
সোমবার ১৩০ কোটি জনসংখ্যার দেশটিতে শনাক্ত হয়েছে ২৪ হাজার করোনা রোগী। এ নিয়ে বিশ্বে এই ভাইরাসে মোট প্রাণহানি ছাড়িয়েছে ২৬ লাখ ৭১ হাজার। মোট শনাক্ত ১২ কোটি ৭৫ লাখের মতো।
বিডি প্রতিদিন/কালাম