থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা করোনাভাইরাসের টিকা নিয়েছেন। আজ মঙ্গলবার তিনি অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা নেন। খবর রয়টার্স ও আল-জাজিরা।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকা দেওয়ার ব্যাপারে প্রচার চালিয়ে যাচ্ছে থাইল্যান্ড। দেশটির জনগণের মধ্যে টিকার ব্যাপারে আস্থা তৈরি করতে তিনি প্রথমে এই ভ্যাকসিন গ্রহণ করেন।
যদিও অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা নিয়ে ইউরোপের বেশ কিছু দেশে উদ্বেগ দিয়েছে। এ পর্যন্ত ২৭টি দেশ অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকাদান কার্যক্রম স্থগিত করেছে। তারপরও থাইল্যান্ড বিষয়টি নিয়ে উদ্বিগ্ন নয়।
এর আগে গত শুক্রবার টিকা নেওয়ার কথা ছিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এবং সে দেশের মন্ত্রীদের। তবে ইউরোপের দেশগুলোতে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর রক্ত জমাট বেঁধে যাওয়ার খবরে তা স্থগিত হয়ে যায়। পরে আজ টিকা নিলেন থাই প্রধানমন্ত্রী।
বিডি প্রতিদিন/আবু জাফর