সারা দেশে লকডাউনের সরকারী সিদ্ধান্তে বরিশালের জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা শুধু ঘোষণা মধ্যে না থেকে কঠোরভারে লকডাউন কার্যকর করার দাবি জানিয়েছেন।
আগামীকাল সোমবার থেকে সারা দেশে লকডাউনের সরকারি ঘোষণা সমযোপযোগী বলছেন সচেতন বরিশালবাসী। শনিবার দুপুরে সরকারী এই ঘোষণার পর অনেক জনসাধারণ বলেছেন, ইতিমধ্যে করোনা সংক্রামনের হার অনেক বেড়েছে। এ কারণে আরও আগেই নেয়া উচিৎ ছিলো লকডাউনের সিদ্ধান্ত। এবার কঠোরভাবে লকডাউন করার দাবি জানিয়েছেন তারা।
আবার লকডাউনের মধ্যে কলকারখানা খোলা রাখার সিদ্ধান্তকে সাংঘর্ষিক বলছেন অনেকে। কলকারখানা খোলা থাকলে শ্রমিকদের যাতায়াতে স্বাস্থ্য বিধি লঘিংত হওয়ার আশংকা করছেন তারা।
উল্লেখ, শনিবার দুপুর পর্যন্ত বরিশাল শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১১৮জন রোগী। এর মধ্যে ২১জন পজেটিভ রোগী। ১২টি আইসিইউ বেডের সবগুলো পরিপূর্ণ। আরও অন্তত ২০জন আছেন আইসিইউ সেবা পাওয়ার অপেক্ষায়। বিগত ২৪ ঘণ্টায় শেরই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ১৭০ জনের নমূনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩০ জনের।
শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান শাহীন জানান, ২০২০ সালের মার্চে এই হাসপাতালের করোন ওয়ার্ডে ১ জন রোগী মারা যায়। রোগী ভর্তি ছিলো ৮ জন। অথচ এই মার্চে করোনা ওয়ার্ডে মারা গেছে ৩২ জন এবং রোগী ভর্তি ছিলো ৩৫১ জন। এ কারণে পরিস্থিতিকে ভয়াবহ উল্লেখ করে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল