বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় (রবিবার) আরও সাড়ে ৬ হাজার মানুষের প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস। এতে মোট প্রাণহানি ২৮ লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে।
দিনে সর্বোচ্চ ১২শ’র বেশি মৃত্যুতে ব্রাজিলে ৩ লাখ ৩১ হাজার ছাড়াল মোট প্রাণহানি। রবিবারও দেশটিতে ৩১ হাজারের বেশি মানুষের দেহে মিলল ভাইরাসটি।
এদিকে, ইন্দোনেশিয়া দৈনিক মৃত্যু দেখল ৪ শতাধিক, যা দেশটির করোনা ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া, ইতালি ও রাশিয়ায় ৩ শতাধিক মৃত্যু রেকর্ড করা হয়েছে একদিনে।
এছাড়াও যুক্তরাষ্ট্রে রবিবার প্রাণ হারিয়েছেন ২৭০ জন; যা দেশটিতে গেল বছরের মার্চের পর সর্বনিম্ন দৈনিক প্রাণহানি।
বিডি প্রতিদিন/কালাম