চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট ৮৫৪ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হলো। এরমধ্যে ৮১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এবং মারা গেছে ১৪ জন।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, রাজশাহী’র পিসিআর ল্যাব থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের ২২ জনের প্রতিবেদনের মধ্যে ১০ জনের দেহে করোনা পজেটিভ পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় আজ সোমবার সকাল থেকে তাদের বাড়িতে হোম কোয়ারেন্টাইনের মাধ্যমে চিকিৎসা দেয়া শুরু করা হয়েছে। তিনি আরো জানান, জেলার ৫টি উপজেলায় করোনা ভাইরাসের ৪৬ হাজার ৪৮৫ জন টিকা নিয়েছেন এবং নিবন্ধন করেছেন ৫৭ হাজার ২৪০ জন।
বিডি প্রতিদিন/এ মজুমদার