বাগেরহাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাস্টার আবুল খায়েরের (৫৬) মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত মধ্যরাত ঢাকার শ্যামলী ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইয়াইহি রাজিউন)।
এর আগে গত ১৭ মার্চ তার করোনা শনাক্ত হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শ্যামলী ন্যাশনাল মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
আজ সোমবার দুপুরে এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে করোনা স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি শরণখোলা উপজেলার খোন্তাকাটা দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ইউপি নির্বাচনে তিনি ঐ ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, করোনাভাইরাসের সংক্রমণে বাগেরহাট জেলায় জনপ্রতিনিধি, চিকিৎসক, আইনজীবী, সরকারি কর্মচারী, সাংস্কৃতিক কর্মীসহ মোট ২৮ জনের মৃত্যু হল। রবিবার বাগেরহাট জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ জনের। আর এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তে সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১১৮ জনে। আক্রান্তদের মধ্যে বর্তমানে ৫৭ জন সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
করোনায় ইউপি চেয়ারম্যান মাস্টার আবুল খায়েরের মৃত্যুতে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর