খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাজ উদ্দিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি খাগড়াছড়ি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্বও পালন করেছেন।
রবিবার রাত ১১টা ৫০ মিনিটে মৃত্যুবরণ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি করোনায় আক্রান্ত হয়ে তেজগাঁওয়ের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ জোহর তার গ্রামের বাড়ি চাঁদপুরে জানাজা শেষে সেখানেই দাফন করা হয়।
তার মৃত্যুতে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সকল সাংবাদিক গভীরভাবে শোকাহত। সেই সাথে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীরভাবে সমবেদনা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এমআই