করোনায় আক্রান্ত হয়েছেন বগুড়ার শাজাহানপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আহমেদ। একই সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন উপজেলার সহকারী প্রোগ্রামার মোস্তাফিজার রহমান।
আক্রান্তরা উপজেলা ক্যাম্পাসে সরকারি বাসভবনে কোয়ারেন্টাইনে রয়েছেন। এর মধ্যে করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা গ্রহণ করেছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ।
বগুড়ার শাজাহানপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উন্নয়ন মেলার শেষ দিন ২৮ মার্চ করোনা উপসর্গ দেখা দিলে ইউএনও আসিফ আহমেদ এবং সহকারী প্রোগ্রামার মোস্তাফিজার রহমান নমুনা পরীক্ষার করতে দেন। ৩০ মার্চ তাদের করোনা পজিটিভ রিপোর্ট দেয়া হয়। এরপর থেকেই তারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
এর আগে ২২ ফেব্রুয়ারির মাঝামাঝি কোভিড-১৯ টিকার ১ম ডোজ নিয়েছিলেন ইউএনও আসিফ আহমেদ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোতারব হোসেন জানিয়েছেন, ১ম ডোজ টিকা নিলেই কোনো ব্যক্তি করোনার ঝুঁকি থেকে মুক্ত হবেন না। দ্বিতীয় ডোজ টিকা নেয়ার ২ থেকে ৩ সপ্তাহ পর শরীরে করোনা প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয়। তাই সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর