করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী রশিদ আহমেদ। সোমবার দুপুরে রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. মোতাহার হোসেন সাজু বলেন, করোনায় আক্রান্ত হয়ে গত ২১ মার্চ সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি হন রশিদ। পরদিন তাকে আইসিইউতে নেয়া হয়। আজ দুপুরে তিনি ইন্তেকাল করেন।
রশিদ আহমেদের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে। ২০১৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আইন পেশা পরিচালনার জন্য অনুমতিপ্রাপ্ত হন তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন