প্রথম দিনে নেত্রকোনায় অনেকটা ঢিলেঢালাভাবেই লকডাউন চলেছে। সোমবার সকাল থেকে আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। তবে নানা প্রয়োজনে বিভিন্ন অজুহাতে পৌর শহরে বের হয়েছেন সাধারণ মানুষ।
ছোট বাজার, বড় বাজার, মোক্তারপাড়াসহ পুরো জেলা শহরের প্রচারণা চললেও মানুষের মধ্যে তেমন সচেতনতা লক্ষ্য করা যায়নি। মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ ও চলাচল সীমিত করতে বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।
সেইসাথে করোনাভাইরাস প্রতিরোধে শহর জুড়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে জেলা তথ্য অফিস।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ