করোনাভাইরাস থেকে সুস্থ যাওয়া প্রায় এক-তৃতীয়াংশ মানুষ মানসিক সমস্যা অথবা অন্য কোনো নিউরোলজিক্যাল সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন গবেষকেরা। ল্যানসেট সাইকিয়াট্রি ( Lancet Psychiatry) সাময়িকীতে গতকাল মঙ্গলবার প্রকাশিত এক গবেষণায় এমনটা দাবি করা হয়েছে।
২ লাখ ৩৬ হাজার করোনা রোগীর ওপর পরিচালিত এ গবেষণায় বলা হয়েছে, ৩৪ শতাংশ করোনাজয়ী মানুষ সংক্রমণের ছয় মাসের মধ্যে দেখা গেছে তারা মানসিক অথবা নিউরোলজিক্যাল উপসর্গে ভুগছেন। ১৭ শতাংশ উদ্বিগ্নতার সমস্যায় আক্রান্ত। ১৪ শতাংশ মেজাজ নিয়ন্ত্রণহীনের কথা জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের নিউরোলজিক্যাল সমস্যা প্রকট। তবে যারা হাসপাতালের বাইরে চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যেও এমন সমস্যা দেখা গেছে।
বিডি প্রতিদিন/ফারজানা