কুমিল্লার লাকসামে নতুন করে আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৯০ জনে দাঁড়িয়েছে। এখানে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৭ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫০৮ জন।
লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আলমগীর হোসেন জানান, উপজেলায় রবিবার (১১ এপ্রিল) আগত রিপোর্টে ৪ জনের পজিটিভ এসেছে। তাদের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন নারী।
উপজেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ২৮৬৬টি। তাদের মধ্যে রিপোর্ট এসেছে ২৮৩৫টি। তাদের মধ্যে পজিটিভ ৫৯০ জনের এবং নেগেটিভ ২২৪৫টি। এখনো প্রক্রিয়াধীন রয়েছে ৩১টি নমুনার রিপোর্ট। এখানে করোনায় মৃত্যুবরণ করেছেন সর্বমোট ১৭ জন। ইতোমধ্যে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫০৮ জন। অন্য ৬৬ জনকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিয়ে আসছেন করোনা র্যাপিড রেসপন্স টিমের সদস্যরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম জানান, লাকসামে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। করো মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে দ্রুত নমুনা দেয়ার পাশাপাশি হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করুন। রোগীদের আন্তরিকতাপূর্ণ চিকিৎসা সেবায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সর্বদা তৎপর বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর