১৮ এপ্রিল, ২০২১ ১৬:৫৮

কুমিল্লায় করোনায় আরও ৩ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় করোনায় আরও ৩ জনের মৃত্যু

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। রবিবার বিকেলে কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসইন এ তথ্য জানান। 

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় তিনজন মারা গেছেন। তাদের দুইজন কুমিল্লা সিটি করপোরেশন এলাকা ও একজন মুরাদনগর উপজেলার বাসিন্দা। এদিকে রবিবার ৪৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ২৫ জন, সদর দক্ষিণ উপজেলায় তিনজন, বুড়িচং উপজেলায় দুইজন, চান্দিনার একজন, চৌদ্দগ্রামের তিনজন, লাকসামের দুইজন, বরুড়ার একজন, নাঙ্গলকোট একজন, দেবিদ্বারের দুইজন, দাউদকান্দির একজন, লালমাই একজন ও মুরাদনগর উপজেলায় দুইজনের করোনা শনাক্ত হয়েছে।

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. ডা. মীর মোবারক হোসইন বলেন, রবিবার পর্যন্ত কুমিল্লায় ১১ হাজার ২৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২৫.৯ শতাংশ। আজ তিনজনসহ জেলায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৪৪ জন।

বিডি প্রতিদিন/আল আমীন

সর্বশেষ খবর