এক বছর ধরে করোনাভাইরাসের সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছিল ফিজি। এবার তারাই 'করোনা সুনামি'র আতঙ্কে। বিদেশ ফেরত এক সৈন্য কোয়ারেন্টাইন বিধি লঙ্গন করায় এমন বিপাকে পড়েছে ফিজি। এর জেরে দেশটির রাজধানীসহ কয়েকটি স্থানে লকডাউন আরোপ করা হয়েছে।
মঙ্গলবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ভারতীয় ভ্যারিয়েন্ট ধরা পড়ায় এবার সংক্রমণ শনাক্তের হার সুনামির আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
ফিজির জনসংখ্যা ৯ লাখ ৩০ হাজার। দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে দুই জন এবং আক্রান্ত হয়েছে মোট ১০৯ জন।
দেশটির স্বাস্থ্য ও মেডিকেল সেবা বিষয়ক স্থায়ী সচিব জেমস ফং বলেছেন, কোয়ারেন্টাইন কেন্দ্রে নতুন করে ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। এই ধরণকে হালকাভাবে নেওয়া যাবে না। ভারত, ব্রাজিলসহ বিভিন্ন দেশের মানুষ যে দুঃস্বপ্নের ভেতর দিয়ে দিনাতিপাত করছে সেটা ফিজিতে হতে দেওয়া যাবে না।
বিডি প্রতিদিন/ফারজানা