করোনায় আক্রান্ত হয়ে গত সপ্তাহে মৃত্যু হয় বাংলা সাহিত্যের প্রসিদ্ধ কবি শঙ্খ ঘোষের। এবার না ফেরার দেশে চলে গেলেন তার স্ত্রী প্রমিতা ঘোষ। করোনায় আক্রান্ত হয়ে তিনি হোম আইসোলেশনে ছিলেন। বৃহস্পতিবার ভোরে সল্টলেকের নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রতিমা।
প্রমিতার বয়স হয়েছিল ৮৯ বছর। তবে প্রতিমাই নয়, তার পরিবারের আরও কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে।
প্রতিমার জন্ম পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শঙ্খ ঘোষের সহপাঠিনী ছিলেন তিনি। অধ্যাপনা করেছেন বিদ্যাসাগর মর্নিং কলেছে। একাধিক বইও লিখেছেন তিনি।
উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে গত ২১ এপ্রিল নিজের বাসভবনে প্রয়াত হন কবি শঙ্খ ঘোষ। স্বামীর মৃত্যুর পরই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে প্রতিমার। মানসিক দিক থেকেও তিনি কিছুটা ভেঙে পড়েছিলেন। অবশেষে স্বামীর মৃত্যুর নয় দিনের মাথায় চলে গেলেন শঙ্খ-জায়া প্রতিমাও।
বিডি প্রতিদিন/ফারজানা