প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) বিশ্বজুড়ে আরও সাড়ে ১৪ হাজারের বেশি প্রাণ গেছে। এই সময়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৮ লাখ ৭৩ হাজারের বেশি।
মহামারীতে ৩১ লাখ ৭৮ হাজার ছাড়াল মোট মৃত্যু। মোট আক্রান্ত ১৫ কোটি ১০ লাখ ৯৪ হাজারের ওপর।
আরও ৮৪৪ জনের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি ৫ লাখ ৮৯ হাজার ছাড়িয়েছে। শুক্রবারও ৫৭ হাজারের ওপর ছিল দেশটির করোনা শনাক্তের সংখ্যা।
এছাড়া একদিনে সাড়ে ৫শ’র মতো মৃত্যু দেখেছে আর্জেন্টিনা ও পোল্যান্ড। ৫ শতাধিক মৃত্যু হয়েছে কলম্বিয়াতেও।
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বিডি প্রতিদিন/কালাম