নাটোর জেলায় এখন পর্যন্ত করোনা পজিটিভ মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫২১ জনে। অপরদিকে করোনায় মারা গেছেন ১৮ জন। ১ মে পর্যন্ত মোট ১৩ হাজার ৩২০ জনের নমুনা পরীক্ষায় এই রিপোর্ট পাওয়া গেছে।
সিভিল সার্জন ডা. মিজানুর রহমান শনিবার বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন জানান, করোনা পজিটিভ রোগীদের মধ্যে সিভিল সার্জন অফিসে ১৫, সদর হাসপাতালে ২৫২, সদর উপজেলায় ৫২৫, সিংড়ায় ১১৯, বাগাতিপাড়ায় ১৩৫, গুরুদাসপুরে ১০৪, লালপুরে ১৬৯ ও বড়াইগ্রামে ২০২ জনের করোনার নমুনায় পজিটিভ রেজাল্ট এসেছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে নাটোরে মোট ১৮ জন মারা গেছেন। এর মধ্যে করোনা রোগী হিসেবে মারা গেছেন ১৩ জন। আর করোনা সন্দেহে মারা যাওয়া ব্যক্তিদের নমুনা পরীক্ষায় আরও পাঁচ জনের রেজাল্ট পজিটিভ পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার