দিনাজপুর জেলায় গত ৪৮ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন ভারত থেকে ফিরে আসা। এদিকে ১ মে পর্যন্ত জেলায় ১ লাখ ৩২ হাজার ৫৬৭ জন করোনা টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন বলে জানান সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শাহ মো. এজাজ-উল-হক।
জানা যায়, ৪৮ ঘন্টায় যারা মারা গেলেন দিনাজপুর সদর উপজেলায় করোনা পজিটিভ নিয়ে ৩০ এপ্রিল মো. মুসা (৫৮), মো. হারিসুল (৩০) এবং ১ মে কান্তা লাল সাহা (৬৫), খলিলুর রহমান (১০১), মো. ওয়াহেদ আলী (৬৫) সবাই দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেন। এনিয়ে দিনাজপুরে আক্রান্ত মৃত্যুর সংখ্যা ১১৫ জন। বর্তমানে ২৪২ জন হোম আইসোলেশনে এবং হাসপাতালে ভর্তি ৩৮ জন রয়েছে।
জেলা সিভিল সার্জন ডা.আব্দুল কুদ্দুছ জানান, মৃত পাচঁজনই দিনাজপুর সদর উপজেলায়। তাদের মধ্যে দিনাজপুরের ব্যবসায়ী কান্তলাল সাহা গত সপ্তাহে ভারত থেকে দেশে ফিরেন। এসে তিনি অসুস্থ হয়ে পড়লে পরীক্ষায় তার করোনা ভাইরাস শনাক্ত হয়। গত শনিবার তিনি মারা যান।
তিনি আরও জানান, গত বছর করোনাভাইরাসের শুরু থেকে এ পর্যন্ত জেলায় ১১৫ জন করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হল। তাদের ৫২ জনই দিনাজপুর সদরের।
বিডি প্রতিদিন/আল আমীন