কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এছাড়াও নতুন করে আরও একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।
এ নিয়ে জেলায় করোনায় মোট ৮০ জনের মৃত্যু হয়েছে। আর মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬২০ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৫ জন, কুলিয়ারচরে ২ জন, ভৈরবে ১ জন ও বাজিতপুরে ৩ জন। গত ২৪ ঘণ্টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ১ জন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৫ জন, ১ জন করোনা পজিটিভ ও ১ জন সন্দেহজনক করোনায় মারা গেছেন।
সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য জানিয়েছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর