৮ মে, ২০২১ ২২:২৫

ভারতের থেকেও ভয়ঙ্কর করোনা ঢেউ সেশেলসে

অনলাইন ডেস্ক

ভারতের থেকেও ভয়ঙ্কর করোনা ঢেউ সেশেলসে

ভারত মহাসাগরে প্রায় ১ লক্ষ জসংখ্যার একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র সেশেলস। এখানে সর্বোচ্চ হারে করোনা রোধক টিকাকরণ প্রক্রিয়া চলেছে। এরপরও ভারতের থেকেও ভয়ঙ্কর হারে সেখানে সংক্রমণ ছড়িয়ে পড়ছে।

জানা গেছে, ১ লক্ষ জনসংখ্যার এই দেশে মোট ৭ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত। সংখ্যার নিরিখে কম হলেও, সতাংশের নিরিখে এই সংখ্যা সেশেলসের কাছে বড় চিন্তার কারণ।কেননা সেশেলসে অন্তত পক্ষে ৬০ শতাংশ মানুষ টিকার দু'টি ডোজই পেয়ে গিয়েছেন। এছাড়া আরও ১০ শতাংশ মানুষ টিকার অন্তত একটি ডোজ পেয়েছেন।

প্রাথমিক ভাবে চীনের সাইনোফার্ম টিকা দেওয়া হচ্ছিল এই দেশে। এরপর সেরামের তৈরি করা কোভিশিল্ড ব্যবহার করতে শুরু করে। তা সত্ত্বেও পার ক্যাপিটা হারে করোনা সংক্রমণ এখানে ভারতের থেকে বেশি। যা খুবই আতঙ্কের কারণ।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর