৯ মে, ২০২১ ১৮:০১

ভুটানে করোনায় এখন পর্যন্ত মাত্র ১ জনের মৃত্যু!

অনলাইন ডেস্ক

ভুটানে করোনায় এখন পর্যন্ত মাত্র ১ জনের মৃত্যু!

ফাইল ছবি

মহামারী করোনা তাণ্ডবের মধ্যে অসম্ভবকে সম্ভব করল ভুটান। ভুটান যে এই বিশ্বপ্লাবী করোনাকেও দমিয়ে দিতে পেরেছে, সে খবরটাও ঠিক এতটা স্পষ্ট করে জানা ছিল না হয়তো। করোনার ভয়াবহ দুই ঢেউয়েও সে দেশে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মাত্র একজনের! 

জানা গেছে, গত ৭ জানুয়ারি বছর চৌত্রিশের এক যুবক লিভার ও কিডনির সমস্যায় ভুটানের থিম্পুর একটি হাসপাতালে ভর্তি হন। সেখানেই তার রিপোর্ট পজিটিভ আসে। তারপরেই একাধিক কো-মর্বিডিটি থাকায় মৃত্যু হয়। করোনায় প্রাণ গেছে শুধু এই একজনেরই।

ভুটানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৬৫ জন। যেখানে ভুটানের প্রতিবেশি দেশগুলোতে তাণ্ডব চালাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ, সেখানে করোনার এই পরিস্থিতি খুবই স্বস্তির। সূত্র : জি নিউজ।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর