১৫ মে, ২০২১ ০৯:২২

ভারতে করোনায় বেশি মৃত্যু হচ্ছে যাদের

অনলাইন ডেস্ক

ভারতে করোনায় বেশি মৃত্যু হচ্ছে যাদের

ভারতে করোনায় গত একদিনে দেশটিতে ৩ হাজার ৮৭৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৬ হাজারের বেশি মানুষ। করোনায় মৃত্যু নিয়ে একটি গবেষণা করা হয়েছে দেশটির তামিলনাড়ুতে। সেই গবেষণা রিপোর্টে বলা হয়েছে, অল্প বয়স যাদের কো-মরবিডিটি নেই তারাই বেশি মারা যাচ্ছে করোনায়। ২০ থেকে ২৬ এপ্রিলের মধ্যে ৪৯৪ জন মারা গিয়েছে তামিলনাড়ুতে। তার মধ্যে প্রায় ২৪ জন ২৫ থেকে ৪০ বয়সের মধ্যে ছিল। 

তামিলনাড়ুতে করোনায় মারা যাওয়া যুবকদের সংখ্যা শীর্ষে। মাত্র ৫ থেকে ১১ মে এর মধ্যে সপ্তাহে ৭৯ জন মারা গিয়েছে, যা এপ্রিলের থেকে ৩ গুণ বেশি। যারা মারা গিয়েছেন তাদের অনেকের বয়স ২৫ বছর মত।

তামিলনাড়ুর স্বাস্থ্য সচিব ডা. জে রাধাকৃষ্ণান জানিয়েছেন, ‘দ্বিতীয় তরঙ্গের আগে, তরুণরা করোনা নিয়ে সতর্ক ছিল না। তাদের মধ্যে ধারণা তৈরি হয়েছিল তারা হয়ত করোনার মারণ থাবা থেকে বেঁচে যাবে। কিন্তু করোনার দ্বিতীয় তরঙ্গে শিশুরা পর্যন্ত আক্রান্ত হচ্ছে। তবে আমরা ৩০ হাজারের উপরে কেস দেখেছি যেখানে অল্প বয়সীরা আক্রান্ত হয়েছে।’

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 

সর্বশেষ খবর