রাঙামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এতে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। গত ২৪ ঘণ্টায় রাঙামাটিতে করোনা আক্রান্ত হয়েছে ২৭ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৫১৯ জনে।
সম্প্রতি রাঙামাটি শহর ও কাউখালী উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। তাই বিশেষ তৎপরতা শুরু করেছে রাঙামাটি জেলা প্রশাসন। করোনা রোগীরা যাতে সাধারণ মানুষের স্পর্শে আসতে না পারে সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, রাঙামাটিতে করোনা আক্রান্ত রোগীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ করা হয়েছে। একই সাথে লাল পতাকা স্থাপন করে সতর্কতা নিশ্চিত করা হয়েছে। শুধু তাই নয়, করোনা রোগীর বাড়ির আশপাশে অবস্থানরতদের স্বাস্থ্যবিধি মেনে চলারও নির্দেশ দেওয়া হয়েছে।
রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনার ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল বলেন, করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় রাঙামাটি জেলার সর্বত্র স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জনগণ যদি সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পারে তাহলে করোনা সংক্রমণের হার কমে যাবে। করোনায় রাঙামাটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭ জনের।
বিডি প্রতিদিন/এমআই