করোনা (কোভিড-১৯) মহামারির মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের দাপটে রীতিমতো ত্রস্ত ভারতবাসী। যতদিন যাচ্ছে, এই ছত্রাক সংক্রমণের মাত্রা বাড়ছে। সেইসঙ্গে মাথাচাড়া দিয়ে উঠেছে হোয়াইট ফাঙ্গাস। এর মধ্যে ভারতীয়দের মধ্যে উদাসীনতা দেখা যাচ্ছে।
সোমবার একটি সরকারি প্রতিনিধি দল করোনার টিকা নেওয়ার প্রয়োজনীয়তা বোঝাতে এবং টিকা নেওয়ার ব্যাপারে উৎসাহিত করতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলার মালিখেদি গ্রামে গিয়েছিল। সেখানে গিয়ে তারা গ্রামবাসীদের আক্রমণের মুখে পড়ে।
দলটির নেতৃত্বে থাকা এক নারী অভিযোগ করেছেন, সোমবার প্রতিনিধি দলটি ওই গ্রামে পৌঁছতেই লোহার রড, তলোয়ার নিয়ে তাড়া করেন গ্রামবাসীরা। আঘাতে সেখানকার পঞ্চায়েত সদস্যার স্বামী শাকিল মুহাম্মদ কুরেশি আহত রয়েছেন। তার মাথা ফেঁটেছে। যদিও বাকিরা কোনওক্রমে পালিয়ে বেঁচেছেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/শফিক