এক সপ্তাহ স্থগিত থাকার পর কানাডার অন্টারিও দ্বিতীয় ডোজ হিসেবে ইতিমধ্যেই অ্যাস্ট্রেজেনেকার টিকা প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে। গত এক সপ্তাহ ধরে কানাডার স্বাস্থ্য বিশেষজ্ঞরা অ্যস্ট্রেজেনেকার টিকা সংক্রান্ত সর্বশেষ তথ্য উপাত্ত পর্যালোচনা করে টিকাটি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন।
'রক্তে জমাট বাঁধার' (ব্লাড ক্লট) আশঙ্কার অভিযোগ ওঠার পর কানাডার অন্টারিওসহ বেশ কয়েকটি প্রভিন্স প্রথম ডোজ হিসেবে অ্যাস্ট্রেজেনেকার টিকা প্রয়োগ স্থগিত রাখে। অন্টারিও দ্বিতীয় ডোজ হিসেবে এই টিকা নাগরিকদের দেবে। কিসের ভিত্তিতে অন্টারিও অ্যাস্ট্রেজেনেকার টিকা পূণরায় প্রয়োগের সিদ্ধান্ত নিলো?
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, যুক্তরাজ্য থেকে পাওয়া তথ্য উপাত্ত তারা বিশ্লেষণ করে দেখেছেন। এমনিতেই ব্লাড ক্লটের আশঙ্কা খুবই ক্ষীণ, সেই আশঙ্কা থাকে প্রথম ডোজ নেয়ার পরের প্রথম কয়েকদিন। দ্বিতীয় ডোজ নেয়ার পর সেই আশঙ্কা অনেকাংশেই কেটে যায়। ফলে প্রথম ডোজ নেয়ার পর দ্বিতীয় ডোজ আসলে ব্লাড ক্লটের আশঙ্কাকেই অনেকাংশে কমিয়ে দেয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসির