চাঁপাইনবাবগঞ্জে করোনা পরিস্থিতি মোকাবেলায় গত ২৫ মে মঙ্গলবার থেকে আগামী ৩ জুন সোমবার পর্যন্ত প্রশাসন ৭দিনের বিশেষ লকডাউন ঘোষণা করেছে। কিন্তু আজ বৃহস্পতিবার লকডাউনের ৩য় দিন অনেক স্থানে ঢিলেঢালা লকডাউন পালিত হচ্ছে।
শহরের উপকণ্ঠ বারঘরিয়ায় মানুষজনকে অবাধে চলাচল করতে দেখা গেছে। অন্যদিকে গতকাল বুধবার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে সাপ্তাহিক হাট বসতে দেখা গেছে। এতে করে লকডাউনের লক্ষ্য ভেস্তে যেতে বসেছে। এমন পরিস্থিতিতে সচেতন মানুষজন মনে করছেন লকডাউনে আরও কঠোরতা অবলম্বন করা হোক।
এদিকে গতকাল বুধবার ২০২ জনের করোনা পরীক্ষায় ১৩১ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসার পর আজ বৃহস্পতিবার ৫৫ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের পজিটিভ রিপোর্ট এসেছে।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, জেলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনের বিশেষ লকডাউন দেয়া হয়েছে। তবে তিনি দাবি করেন, এটা করোনার ভারতীয় ধরন না, এটি স্থানীয় সমস্যা। আর জেলায় লকডাউন সফল করতে পুলিশ তৎপর রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. ইকবাল হোছাইন।
প্রসঙ্গত, জেলায় মোট ১ হাজার ৫২৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে এবং ১ হাজার ৮৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন। এছাড়া জেলার ২৫০ শয্যা হাসপাতালের করোনা ওয়ার্ডে ২১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।
বিডি প্রতিনিধি/আবু জাফর