গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় নতুন করে আরও ১৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৭১ জনের নমুনা পরীক্ষায় ১৭৩ জনের পজেটিভ রিপোর্ট আসে।
অপরদিকে জেলায় বিশেষ লকডাউনের ৯ম দিন চলছে আজ। বুধবার সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে সুনসান নিরবতা দেখা গেছে আবার কোথাও কোথাও মানুষের উপস্থিতি বেশি দেখা গেছে।
লকডাউন কার্যকর করতে জেলা শহরের ৩০টি চেকপোস্টে পুলিশ কঠোর নজরদারি করছে। এছাড়া জেলা প্রশাসনের ১২টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা অব্যাহত রেখেছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ