নাটোরে করোনায় নতুন করে আরও ২৩ জন সংক্রমিত হয়েছেন। এছাড়া করোনায় গতরাতে বড়াইগ্রামের এক ব্যক্তি রাজশাহীতে মারা গেছেন। মৃত ব্যক্তি বড়াইগ্রাম উপজেলা সদরের মৃত সুরেন্দ্র সরকারের ছেলে নিমাই সরকার (৬৩)।
অপরদিকে ২৩ জন করেনায় সংক্রমিত ব্যক্তির মধ্যে নাটোর সদরে ১২ জন, সিংড়া ৪ জন, গুরুদাসপুরে ৪ জন এবং বাগাতিপাড়ায় ৩ জন।
নাটোরের সিভিল সার্জন অফিস বিষয়টি নিশ্চিত করেছেন।
মোট ৪৭ জনের শরীরের নমুনা পরীক্ষা করে এই ২৩ জন করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন। আক্রান্তের হার ৫১। এ অবস্থায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সাথে স্বাস্থ্য বিধি ও মাস্ক ব্যবহারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরার্মশ দেন।
নাটোরের সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নাটোরে আক্রান্তের হার অনেক বেশি। এ নিয়ে আজ পর্যন্ত নাটোরে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৭৮৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪৯৩ জন। মৃত্যু হয়েছে ২৬ জনের।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ