করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলাকে ৭ দিনের বিশেষ লকডাউন ঘোষণাসহ ১৫টি বিধি নিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিট থেকে পরবর্তী ৭দিন এই লকডাউন বলবত থাকবে।
আজ দুপুর ২টার দিকে নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশীদ প্রেস ব্রিফিং এর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের এ কথা জানান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক হারুন-অর-রশীদ জানান, সম্প্রতি নওগাঁর নিয়ামতপুর ও সদর উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদপ্তরের করা সুপারিশের ভিত্তিতে মঙ্গলবার রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি বৈঠক হয়। সেই বৈঠকে সদর উপজেলার পৌরসভা ও নিয়ামতপুর উপজেলাকে ৭ দিনের বিশেষ লকডাউন করার সিদ্ধান্ত নেয় কমিটি। লকডাউন ঘোষিত এলাকায় সকল ধরনের জরুরি পরিসেবা ও পণ্যবাহী পরিবহন চালু থাকবে।
প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডা. আবু হানিফসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ