গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে মারা গেছেন আরও সাড়ে ১০ হাজার ৯৫২ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৯ হাজার ৮৯০ জন। ওয়ার্ল্ডোমিটার এ পরিসংখ্যান প্রকাশ করেছে।
আর গতকাল বুধবার বিশ্বে মারা যান ১০ হাজার ৩৪৪ জন এবং আক্রান্ত হয়েছিলেন ৪ লাখ ৪৭ হাজার । তার আগের দিন মঙ্গলবার বিশ্বে মারা যান ৭ হাজার ৯৬৯ এবং আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ৬৬ হাজার ৪০০ মানুষ। ফলে গত দু’দিন আক্রান্ত ও মৃত্যু বেড়েছে।
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৭ লাখ ছাড়িয়েছে এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ২৪ লাখের বেশি মানুষ। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ কোটি ৫০ লাখের বেশি মানুষ।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। এরপর ধীরে ধীরে বিশ্বের সব দেশে করোনা ছড়িয়ে পড়ে।
বিডি প্রতিদিন/ফারজানা