গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গত ২৪ ঘন্টায় নতুন করে ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে উপজেলায় ১১৬০ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। তবে এই পর্যন্ত করোনা রোগী ১১০৫ জন ব্যক্তি সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলায় ৬৫০০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা পজেটিভ হয়েছে ১১৬০ জন রোগী। তবে উপজেলার ১১০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অন্যরা নিজ বাড়ি চিকিৎসাধীন আছেন। এর মধ্যে মারা গেছেন কাউন্সিলরসহ ১৯ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, উপজেলায় গত ২৪ ঘন্টায় ১০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১জনের করোনা পজেটিভ হয়েছে। এই নিয়ে শনাক্ত হয়েছে ১১৬০ জন এবং ১১০৫ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বিডি প্রতিদিন/আল আমীন