২২ জুন, ২০২১ ১১:১১
করোনাভাইরাস

৯১ দিন পর ভারতের দৈনিক আক্রান্ত নামল ৫০ হাজারের নিচে

অনলাইন ডেস্ক

৯১ দিন পর ভারতের দৈনিক আক্রান্ত নামল ৫০ হাজারের নিচে

প্রতীকী ছবি

ভারতের দৈনিক করোনাভাইরাসের সংক্রমণ নামল ৫০ হাজারের নিচে। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬৪০ জন। ৯১ দিন পর দৈনিক সংক্রমণ এতটা কম হয়েছে।

২৪ এপ্রিল ভারতে আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের কম ছিল। তারপর তা বাড়তে বাড়তে মে মাসের শুরুতে ৪ লাখে পৌঁছে যায়। সেখান থেকেই ধীরে ধীরে কমে নেমে এসেছে ৫০ হাজারের নিচে।

গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ১ হাজার ১৬৭ জন কোভিড রোগীর। ১৬ এপ্রিল ভারতে করোনায় দৈনিক মৃতের সংখ্যা ১২০০-র কম ছিল। ভারতে করোনায় মারা গেছে মোট ৩ লাখ ৮৯ হাজার ৩০২ জন।

দৈনিক সংক্রমণ, মৃত্যুর পাশাপাশি ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। সক্রিয় রোগী রয়েছেন ৬ লাখ ৬২ হাজার ৫২১ জন। ভারতে টিকাকরণ চলছে জোরকদমে।
 
বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর