২৩ জুন, ২০২১ ০০:০২

কিশোরগঞ্জে নতুন করে ৫৪ জনের করোনা শনাক্ত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে নতুন করে ৫৪ জনের করোনা শনাক্ত

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত) ৫৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪০ জনে। নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৩৬ জন, হোসেনপুরে ২ জন, করিমগঞ্জে ২ জন, তাড়াইলে ১ জন, কটিয়াদীতে ৬ জন, কুলিয়ারচরে ২ জন, নিকলীতে ২ জন ও বাজিতপুরে ৩ জন। 

সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান আজ মঙ্গলবার রাত ১০টার দিকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২১ ও ২২ জুন (আংশিক) কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব হতে ১৭২ জনের নমুনা পরীক্ষা করে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২১ জুন বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৭৫ জনের নমুনা পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি। এছাড়া ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জনের রেপিড এন্টিজেন টেস্টে কারও করোনা শনাক্ত হয়নি।

এদিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩ জন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ জন এবং আইসিইউতে ভর্তি রয়েছেন ৭ জন। 

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২০ জন। এ পর্যন্ত জেলায় মোট ৪ হাজার ৮৬৫ জন সুস্থ হয়েছেন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মোট ৮৭ জন। 

বর্তমানে জেলায় সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩৮৮ জন। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ২৯৪ জন, হোসেনপুরে ৫ জন, করিমগঞ্জে ১১ জন, তাড়াইলে ১০ জন, পাকুন্দিয়ায় ১৯ জন, কটিয়াদীতে ১৫ জন, কুলিয়ারচরে ১২ জন, ভৈরবে ১১ জন, নিকলীতে ২ জন ও বাজিতপুরে ৯ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে/আইসোলেশনে রয়েছেন ৩৬২ জন। আর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ২৬ জন।

বিডি প্রতিদিন/আবু জাফর

সর্বশেষ খবর