বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় ৯ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জনের করোনা পজেটিভ এবং অপর ৮ জনের করোনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ। মেডিকেলের করোনা ওয়ার্ডে বাড়ছে রোগীর সংখ্যা। অপরদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে করোনা শনাক্তের হার ৪৫ ভাগ ছাড়িয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৯ জন রোগীর মৃত্যু হয়েছে। এরা হলো বাগেরহাটের স্মরনখোলার বাদল কর্মকার (৪২), ঝালকাঠী সদরের ফুকুরুন্নেছা বেগম (৭২) ও একই জেলার বালিসোরা গ্রামের আ. কাদের (৭০), বরিশালের বাবুগঞ্জের ভ‚তেরদিয়া গ্রামের রাজিয়া বেগম (৬০), ভোলা সদরের হাটখোলার মো. শওকত (৪০), নগরীর সার্কুলার রোডের ফজিলাতুন্নেছা বেগম (৬৫), নগরীর ভাটিখানা এলাকার আনোয়ার শরীফ (৬৫), নগরীর কাউনিয়া এলাকার শহিদুল ইসলাম (৬০) এবং পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরের হোসনে আরা (৪০)। এদের মধ্যে শওকতের করোনা পজেটিভ ছিলো। অন্যান্যদের নমুনা পরীক্সার রিপোর্টের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।
এর আগের ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নানা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১০ জন রোগীর। করোনা ওয়ার্ডে মৃত্যুর পাশাপাশি রোগী ভর্তিও বাড়ছে। বুধবার দুপুর পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১৪১ জন রোগী। বিগত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩৩ জন রোগী। ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন রোগী।
গত বছরের জুলাইয়ের পর বরিশাল মেডিকেলের করোনা ওয়ার্ডে বুধবার চিকিৎসাধীন রয়েছেন সর্বাধিক ১৪১ জন রোগী। গত বছর জুলাইয়ে সর্বোচ্চ ১২১ জন রোগী চিকিৎসাধীন ছিলো মেডিকেলের করোনা ওয়ার্ডে।
এদিকে বিগত ২৪ ঘন্টায় মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ১৯০ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৫.২৬ ভাগ। এর আগের দিন ১৮৮ জনের নমূনা পরীক্ষায় ৭১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিলো ৩৭.৩৭ ভাগ। এর আগে রবিবার রাতে প্রকাশিত রিপোর্টে করোনা শনাক্তের হার ছিলো ৪৮.৮০ ভাগ, শনিবারের রিপোর্টে ৪৬.২০ ভাগ, শুক্রবারের রিপোর্টে ৪৪.৪৪ ভাগ এবং বৃহস্পতিবার শনাক্ত হয়েছে ৩৩.৩৩ভাগ।
বিডি প্রতিদিন/আল আমীন