খাগড়াছড়িতে নতুন করে আরও ৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১১৯ জনে।
এছাড়াও জেলায় নতুন করে আরও ১২ জন করোনা আক্রান্ত ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয়ে করোনা তথ্য সেল এসব তথ্য নিশ্চিত করেন।
এদিকে আজ বৃহস্পতিবার লকডাউনের ১ম দিনে দোকানপাট, যানবাহন চলাচল বন্ধ ছিল। এখানে হাটবার থাকলেও লোক সমাগম তেমন একটা দেখা যায়নি। মোবাইল কোর্ট ও আইন শৃঙ্খলা বাহিনী ছিল তৎপর।
বিডি প্রতিদিন/আবু জাফর