ফরিদপুরের চরভদ্রাসনে বুধবার সকাল ৬টার দিকে করোনা আক্রান্ত নূরজাহান (৬০)নামে এক নারীর মৃত্যু হয়েছে। সে সদর ইউনিয়নের এম কে ডাঙ্গী গ্রামের শেখ কাদের স্ত্রী। চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নূরজাহানের পারিবারিক সূত্রে জানা যায় গত ২ জুলাই শুক্রবার জ্বর নিয়ে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে পরীক্ষার পর করোনা পজেটিভ আসলে তাকে ওই ইউনিয়নের বাদুল্লা মাতুব্বরের ডাঙ্গী গ্রামে মেয়ের বাড়ী নিয়ে যায়। বাড়ী আনার পর সে সুস্থ ছিল বলে পরিবারের সদস্যরা দাবী করে। আজ সকাল ৬টার দিকে হঠাৎ করেই সে মারা যায়। পরে তাকে এম কে ডাঙ্গী মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, দেশে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে চরভদ্রাসনে এ পর্যন্ত ১৭৯০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৮৯ জন পজেটিভ ও ১৪০১ জন নেগেটিভ হয়েছে। মোট মৃত্যু হয়েছে ৬ জনের।
বিডি প্রতিদিন/আল আমীন