২০ জুলাই, ২০২১ ২১:৩০

রংপুর বিভাগে করোনায় আরও ১১ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর বিভাগে করোনায় আরও ১১ জনের প্রাণহানি

প্রতীকী ছবি

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৪৭৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বিভাগে করোনায় মৃতের সংখ্যা ৭৬৬ জনে দাঁড়াল।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল পর্যন্ত  ঠাকুরগাঁওয়ে ৪ জন, দিনাজপুরে ৩ জনসহ রংপুর ও নীলফামারীর ২ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দিনাজপুর জেলায় ২৪৪ জন, রংপুরে ১৬০, ঠাকুরগাঁওয়ে ১৪৫, নীলফামারীতে ৫৪, লালমনিরহাটে ৪৬, পঞ্চগড়ে ৪১, কুড়িগ্রামে ৩৯ ও গাইবান্ধার ৩৭ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮২৫ জন। ১ হাজার ৯৬১ নমুনা পরীক্ষা করে ৪৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ১২৩ জন, দিনাজপুরে ৯৬ জন, কুড়িগ্রামে ৫৭ জন, নীলফামারীতে ৫১ জন, ঠাকুরগাঁওয়ে ৪৮ জন, গাইবান্ধায় ৪৮ জন, পঞ্চগড়ে ৪২ জন ও লালমনিরহাটে ৯ জন রয়েছেন। আক্রান্তের হার ২৪ দশমিক ১৭ শতাংশ।

বিভাগে এখন পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৭৩০ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ হাজার ৯৯৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম জনগণকে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

বিডি প্রতিদিন/এমআই

সর্বশেষ খবর