ফের একদিনে রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন বিশ্ব অলিম্পিকের আয়োজক জাপানের রাজধানী টোকিওতে। জানা গেছে, সেখানে শনাক্ত হওয়া এসব রোগী অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। একই অবস্থা মালয়েশিয়া ও থাইল্যান্ডেও। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভয়েজ অব আমেরিকা।
টোকিওর মেট্রোপলিটন সরকার জানিয়েছে, অলিম্পিক গেমসের আয়োজক এই শহরটিতে নতুন করে করোনাভাইরাস সংক্রমণ রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। সরকার ৪,০৫৮ টি নতুন সংক্রমণের খবর দিয়েছে, প্রথমবারের মতো এই সংক্রমণের সংখ্যা চার হাজারের উপরে উঠেছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় জাপানে আরও ১২ হাজার ৩৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট ৯ লাখ ২৫ হাজার ৮২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া নতুন করে মৃত্যু হয়েছে আট জনের। এতে করোনায় সেখানে মোট ১৫ হাজার ১৯২ জনের করোনায় মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক