ফরিদপুরে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে নারী পুরুষেরা টিকা দিতে কেন্দ্রে আসছেন। টিকাদানের প্রথম দিনে বিভিন্ন কেন্দ্রে টিকা গ্রহিতাদের ভীড় ছিল চোখে পড়ার মতো।
ফরিদপুর সদর উপজেলার ১২টি ইউনিয়নে প্রথম দফায় ৭ হাজার দুইশ' ব্যক্তিকে টিকা কার্যক্রমের আওতায় আনা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা, বয়স্ক নারী পুরুষ, প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার ভিক্তিতে করোনার এ টিকা দেওয়া হচ্ছে।
যারা ভোটার আইডি কার্ড নিয়ে টিকা কেন্দ্রে আসছেন তাদের টিকা দেওয়া হচ্ছে। এছাড়াও যারা রেজিষ্ট্রেশন করেছেন তাদেরও এ টিকাদান কার্যক্রমের আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেকটি ইউনিয়নে ২৫ বছরের উর্ধ্বে নারী পুরুষ সবাই টিকা কার্যক্রমের আওতায় আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের আইজুদ্দিন মাতুব্বরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিকাদান কেন্দ্রে টিকা গ্রহিতাদের ভীড় ছিল। অনেকেই জানিয়েছেন, টিকা নিতে তাদের কোন অসুবিধা হয়নি।
ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু জানান, ডিক্রিরচর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে প্রথম দিনে ৩টি ওয়ার্ডের দুইশ' ব্যক্তিকে টিকা দেওয়া হচ্ছে। বাকি দুইদিনে আরো ৬টি ওয়ার্ডের মানুষের মাঝে এ টিকা দেওয়া হবে।
ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ফরিদপুর পৌরসভায় ১ হাজার ৮শ জনকে এবং জেলার ৯টি উপজেলার ৭৯টি ইউনিয়নে ৬শ করে মোট ৪৭ হাজার ৪শ জনকে এ টিকা দেওয়া হবে। পৌরসভা ও ইউনিয়ন মিলিয়ে মোট প্রায় ৫০ হাজার মানুষকে এ গণটিকা দেওয়া হবে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির