করোনাভাইরাস প্রতিরোধ ও সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে মাস্ক ও লিফলেট বিতরণ করেছে কিশোরগঞ্জ জেলা সম্মিলিত সামাজিক আন্দোলন। আজ শনিবার শহরের ইসলামিয়া সুপার মার্কেটের সামনের সড়কে পাঁচশ মাস্ক ও লিফলেট বিতরণ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি আইনজীবী অশোক সরকার, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু, ফিরোজ উদ্দিন ভূইয়া, রুহুল আমীন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান রবিন, সদস্য অধ্যাপক আবুল কাশেম অপু, শুভাশীষ দেব তপু, হাসিবুর রহমান, জেলা ছাত্র শাখার সাধারণ সম্পাদক রাতুল তালুকদার প্রমুখ।
বিডি প্রতিদিন / অন্তরা কবির