বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ৮ এবং উপসর্গ নিয়ে ৭ জনসহ মোট ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ৬১৯ জন। এছাড়াও নতুন করে করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন আরও ৭৫ জন।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে মোট ৪৭১টি নমুনা পরীক্ষায় ৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর নতুন করে ১৫২ জন সুস্থ হয়েছেন।
এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৩৭ জন, ১৬টি এন্টিজেন পরীক্ষায় ৬ জন ও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৫টি নমুনায় আরও ৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ঢাকায় প্রেরিত ১৪৯ জটি নমুনায় ২৭ জন করোনায় পজিটিভ হন।
নতুন করে আক্রান্তদের মধ্যে বগুড়া সদরের বাসিন্দা বগুড়া সদর উপজেলায় ৩২ জন, শাজাহানপুরে ১৪, দুপচাঁচিয়া ১০, আদমদিঘিতে ৯, কাহালুতে ৯, গাবতলীতে একজন। জেলায় এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৫ হাজার ৩২৭ জনের। এ নিয়ে জেলায় মোট ২০ হাজার ২০৮ জন করোনা শনাক্ত হলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর