টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এর মধ্যে টাঙ্গাইল সদরে ১৯ জন, মধুপুরে ১১ জন, গোপালপুরে ৬ জন, কালিহাতীতে ৪ জন, ভুঞাপুর ও ধনবাড়িতে ৩ জন করে, দেলদুয়ার ও নাগরপুরে ২ জন করে ও বাসাইলে একজন রয়েছেন।
আক্রান্তের হার শতকরা ১৬ দশমিক ২৯ ভাগ। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ১৬ হাজার ২৭৫ জন।
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। এ পর্যন্ত মারা গেছেন মোট ২৫১ জন। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৬৭ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৪৯৫ জন। আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর