বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়েই যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসের ছোবলে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন দেশে প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে সংক্রমণ শনাক্ত হয়েছে ৭ লাখের বেশি মানুষের।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৯০০ জন। এর আগের দিন করোনায় মারা যান ১০ হাজার ৮৮২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ১১ হাজার ২৮৯ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৭ লাখ ২৮ হাজার ৪৯৭ জনের।
শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪৪ লাখ ৯৮ হাজার ৮৬৪ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৬২ লাখ ৪ হাজার ২৬৬ জনের। সারাবিশ্বে করোনা থেকে আরোগ্য লাভ করেছে ১৯ কোটি ৩১ লাখ ৮৮ হাজার ৬৩৬ জন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ