৭ সেপ্টেম্বর, ২০২১ ১৩:৩৭

প্রতিদিন এক লাখ ডোজ টিকা প্রদানের লক্ষ্য জম্মু-কাশ্মীরের

অনলাইন ডেস্ক

প্রতিদিন এক লাখ ডোজ টিকা প্রদানের লক্ষ্য জম্মু-কাশ্মীরের

ফাইল ছবি

নির্ধারিত লক্ষ্য পূরণের জন্য বিদ্যমান ভ্যাকসিনের মজুদকে সঠিকভাবে কাজে লাগাতে প্রতিদিন এক লাখ ডোজ টিকার প্রদানের লক্ষ্য নির্ধারণ করেছে জম্মু-কাশ্মীর। কভিড প্রোটোকল কঠোরভাবে প্রয়োগ করতে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সভাপতিত্বে সাপ্তাহিক বৈঠকে শনিবার (৪ সেপ্টেম্বর) এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়াও লেফটেন্যান্ট গভর্নর পুলিশ এবং সিভিল প্রশাসনের যৌথ দলকে করোনা স্বাস্থবিধি অমান্যকারীদের কঠোর শাস্তির আওতায় নেয়ারও নির্দেশ দেওয়া হয়।

লেফটেন্যান্ট গভর্নর কর্মকর্তাদের বলেন, কেন্দ্রশাসিত অঞ্চল (ইউটি) জুড়ে জোরদার ভ্যাকসিনেশন এবং টেস্টিং পরিচালনা করুন। কভিডের সংক্রমণ যেসব এলাকায় বৃদ্ধি পাচ্ছে সেসব অঞ্চলগুলোর উপর বিশেষ মনোযোগ দিন।

ঝুঁকিপূর্ণ এলাকায় পরীক্ষা বাড়ানোর জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেন তিনি। এছাড়াও যারা কভিড পজিটিভ আছেন তাদের হোম কোয়ারেন্টিন ও চিকিৎসা নিশ্চিত করার কথাও বলেন।

তিনি বিশেষ অভিযানের মাধ্যমে কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের টিকা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে বিশেষভাবে নির্দেশ দেন।


বিডি প্রতিদিন / অন্তরা কবির 

সর্বশেষ খবর