ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
বুধবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানান, বর্তমানে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি রয়েছেন ১২৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।
এদিকে একদিনে ৩৪৪ জনের নমুনা পরীক্ষায় ২৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।
বিডি প্রতিদিন/এ মজুমদার