করোনা (কোভিড-১৯) শুরু হয়েছিল চীনে। তারপর তা সারা বিশ্বে ছড়ায়। চীন দ্রুত তা নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে চীনে ১০০ কোটি (৭১ শতাংশ) মানুষ দুই ডোজ টিকা পেলেন।
চীনা কর্মকর্তারা জানিয়েছেন, ১৪০ কোটির দেশে ৭১ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ।
দেশটিতে করোনা শুরু হয়েছিল চীনের উহান থেকে। তারপর তা চীনের অন্যত্র ছড়িয়েছিল। পরে তা সারা বিশ্বে ছড়িয়েছে। তবে অন্য দেশের তুলনায় চীন করোনা নিয়ন্ত্রণের কাজও দ্রুত করেছে।
আফ্রিকা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকাবিষয়ক ডিরেক্টর জানিয়েছেন, আফ্রিকার মোট জনসংখ্যার মাত্র তিন দশমিক ছয় শতাংশকে টিকার দুইটি ডোজ দেওয়া হয়েছে। ধনী দেশগুলো প্রচুর টিকা নিজেদের কাছে রেখে দিয়েছে বলে গরিব দেশগুরো পাচ্ছে না বলে ডিরেক্টর জানিয়েছেন।
ভারত
ভারতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ৭৬ কোটি ৫৭ লাখ ১৭ হাজার ১৩৭ ডোজ টিকা দেওয়া হয়েছে।
যুক্তরাজ্য
যুক্তরাজ্যে ৪ কোটি ৮০ লাখ মানুষ টিকার অন্তত একটি ডোজ পেয়েছেন। ১৬ বছর বা তার বেশি বয়সিদের প্রতি ১০ জনের মধ্যে ৯জন টিকার অন্তত একটি ডোজ পেয়েছে বলে বিবিসি জানিয়েছে। সবমিলিয়ে ৭১ শতাংশ মানুষ টিকার অন্তত একটি ডোজ পেয়েছেন। তবে যুক্তরাজ্যে টিকাবিরোধী বিক্ষোভও হচ্ছে।
আরব আমিরাত
ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে বিশ্বের দেশগুলোর মধ্যে ১ নম্বরে আরব আমিরাত। সেখানে প্রায় ৮০ শতাংশ মানুষ দুই ডোজ টিকা পেয়েছেন। প্রায় দশ শতাংশের বেশি মানুষ টিকার একটি ডোজ পেয়েছেন।
আমেরিকা
আমেরিকায় ৫৩ শতাংশের বেশি মানুষ টিকার দুইটি ডোজ নিয়েছেন। সব মিলিয়ে প্রায় ৬৩ শতাংশ মানুষ টিকার অন্তত একটি ডোজ পেয়েছেন।
বাংলাদেশ
বাংলাদেশে এ পর্যন্ত ৩ কোটি ৬২ লাখ ৪২ হাজার ৪১৫ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। প্রথম ডোজ টিকা নিয়েছেন ২ কোটি ১৮ লাখ ৫১ হাজার ৪৫৮ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৪৩ লাখ ৯০ হাজার ৯৫৭ জন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ