২৩ সেপ্টেম্বর, ২০২১ ০৯:১২

যে চার্চে বিয়ে হওয়ার কথা ছিল, সেই চার্চেই হলো শেষকৃত্য

অনলাইন ডেস্ক

যে চার্চে বিয়ে হওয়ার কথা ছিল, সেই চার্চেই হলো শেষকৃত্য

সামান্থা ওয়েনডেল ও তার প্রেমিক অস্টিন এসকিউ

১০ বছর প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নেন সামান্থা ওয়েনডেল ও অস্টিন এসকিউ। বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতে গিয়ে দুজনের দেখা হয়। বাগদানের পর, ব্রাইডাল শাওয়ার  ব্যাচেলর পার্টিসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল। হানিমুনে যাওয়ার কথা ছিল মেক্সিকোতে।

সামান্থা ও অস্টিনের বিয়েটা হওয়ার কথা ছিল চলতি বছরের আগস্টে। সেই মতো সব প্রস্তুতিও নেওয়া হয়েছিল। ২১ আগস্ট ট্রিনিটি লুথেরান নামের চার্চে বিয়ের কথা ছিল সামান্থার সেখানেই তার বাবা-মাও বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের পোশাক পরার সৌভাগ্য হয়নি সামান্থার। তার আগেই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন তিনি।

ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়েছিলেন সামান্থা। করোনার টিকা প্রজনন ক্ষমতা নষ্ট করতে পারে এমন ভুয়া তথ্যে তিনি প্রভাবিত হয়েছিলেন। পরে করোনার টিকা নিতে রাজিও হয়েছিলেন। ততক্ষণে দেরি হয়ে গেছে। 

১০ সেপ্টেম্বর মৃত্যু হয় ২৯ বছর বয়সী সামান্থার। তার পরিবার জানায়, ভুল তথ্যের কারণেই তারা সামান্থাকে হারিয়েছেন। 


বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর