বিশ্বে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ এবং ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ভাইরাসটির নতুন নতুন ভ্যারিয়েন্ট ক্ষমতাধর রাষ্ট্রগুলোকেও বিপর্যস্ত করে তুলছে। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও সংক্রমণ ও মৃত্যু থামছেই না।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও শনাক্ত বেড়েছে। এ সময় মৃত্যু হয়েছে ৭ হাজার ৪৫৬ জনের। আর করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৮ হাজার ৮১৬ জন।
এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৪৮ লাখ ৩০ হাজার ৬৪০ জন এবং আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৬৫ লাখ ৫৯ হাজার ২১৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ কোটি ৩৭ লাখ ১১৪ জন।
করোনায় এ পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৪৭ লাখ ৮১ হাজার ২০০ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ২৪ হাজার ৭২৮ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।
বিডি প্রতিদিন/আবু জাফর