প্রকোপ কমলেও বিশ্বজুড়ে এখনও তাণ্ডব চালিয়েই যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) বিভিন্ন দেশে এই ভাইরাসের ছোবলে মারা গেছে আরও সাড়ে ৬ হাজারের বেশি মানুষ। এ নিয়ে মহামারীতে মোট প্রাণহানি ৪৮ লাখ ৮১ হাজারের কাছাকাছি।
দৈনিক মৃত্যু ও সংক্রমণ শনাক্তে এখনও শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে দেড় হাজারের মতো করোনা রোগীর মৃত্যু হয়েছে। ৮৪ হাজার মানুষের দেহে নতুনভাবে মিলেছে ভাইরাসটি।
দ্বিতীয় অবস্থানেই রাশিয়া; ৯৭৩ জনের মৃত্যু লিপিবদ্ধ করলো দেশটি। এদিন ইউক্রেনে ৪৪২ জন ও রোমানিয়ায় ৩৫২ জনের মৃত্যু লিপিবদ্ধ করা হয়েছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ইরান-তুরস্ক-ফিলিপাইন ও ভারতে দুই শতাধিক মানুষ মারা গেছে করোনায়। বিশ্বে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটির কাছাকাছি।
বিডি প্রতিদিন/কালাম