১৫ অক্টোবর, ২০২১ ১১:২৩

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ৬ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ৬ জনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সকাল নয়টা থেকে শুক্রবার সকাল নয়টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করে জানান, করোনা সংক্রমণ নিয়ে গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নওগাঁর একজন মারা গেছেন। আর উপসর্গ নিয়ে পাবনার তিনজন, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে মারা গেছেন। মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজন পুরুষ এবং দুজন নারী।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে চারজনের। এ ছাড়া নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) একজন এবং ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 

সর্বশেষ খবর